চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জয় সূত্রধর (১১) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয় মিস্ত্রিপাড়া গ্রামের জীবন সূত্রধরের ছেলে। সে চারঘাট কেজি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। জীবন সূত্রধরের দুই ছেলের মধ্যে জয় বড়। জয়ের মৃত্যুতে মিস্ত্রিপাড়া গ্রামে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশের একটি পুকুরে ছোট ছেলেরা মাছ ধরে। জয় সূত্রধর প্রতিদিনের মত মাছ ধরতে যায়। সোমবার সকালে জয় মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। দুপুরে এক ব্যক্তি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন গেলে এলাকাবাসী জানান শিশুটি পানিতে ডুবে মারা গেছে।
জেন