1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে ভ্যানচালক জালাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

চারঘাটে ভ্যানচালক জালাল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় ভ্যানচালক জালালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তাকে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়। কিন্তু তার চিৎকারে লোকজন জড়ো হয়ে যাওয়ায় তারা ভ্যান না নিয়েই পালিয়ে যায়। পুলিশের হাতে আটক হওয়া মিনারুল ও মাসুদ রানা দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন তথ্য দিয়েছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য জানান। তিনি আরো জানান, গত ৯ অক্টোবর সন্ধ্যা অনেক টার দিকে চারঘাট মডেল থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গায় জালাল উদ্দিন (৬০) কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন আহত জালালকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জালাল উদ্দিন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। এ ঘটনায় জালাল উদ্দিনের ছেলে আব্দুল মানিক(২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করেন যার নম্বর ০৮, তারিখ ১০-১০-২০২০ ইং, ধারা ৩০২/৩৪ দন্ডবিধি। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) এর দিকনির্দেশনায়

আটক আসামি চারঘাট থানা পুলিশের একটি টিম চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নূরে আলম এর নেতৃত্বে গত ৩ নভেম্বর চারঘাট থানাধীন আস্করপুর এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি মিনুরুল ইসলাম(৩০), পিতা-মৃত রোস্তম আলী, সাং-আস্করপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করে।

আটক অপর আসামি

গ্রেফতারকৃত মিনারুলের দেয়া তথ্যের ভিত্তিতে উক্ত টিম তদন্তে প্রাপ্ত অপর আসামি মোঃ মাসুদ রানা(৩২), পিতা-মৃত মকছেদ আলী, সাং-আস্করপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে ৪ নভেম্বর চারঘাট থানাধীন সারদা বাজার থেকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামিদ্বয় নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। গত ৯ অক্টোবর গ্রেফতারকৃত আসামিদ্বয় সারদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে ভ্যান ছিনতাই করার পরিকল্পনা করে। সে মোতাবেক তারা দুজনে সন্ধ্যা ৬ টার দিকে চারঘাট চৌরাস্তার মোড় হতে মৃত জালাল

উদ্দিন এর ইঞ্জিন চালিত ভ্যান ভাড়া করে ঝিকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামস্থ জনৈক জুয়েলের আমবাগানের পাশের হেয়ারিং রাস্তার উপর নির্জন জায়গায় পৌছে ভ্যান ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে আসামি মাসুদ রানা মৃত জালাল উদ্দিনের গলার ডান পাশে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এ সময় জালাল উদ্দিন চিৎকার আরম্ভ করলে আসামিদ্বয় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team