রাজশাহীর চারঘাটে থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্টে সোসাইটি সহযোগতিায় ও নারীপক্ষের আয়োজনে সংঘাতকালীন যৌন সহিংসতা ও প্রতকিার বিষয়ক পরার্মশ সভা অনুষ্ঠতি হয়েছে ।
অনুষ্ঠানে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সমস্ত নারীরা শাররিীকভাবে ক্ষতগ্রিস্থ হয়ছেে বা মুক্তিযুদ্ধে যৌন সহিংসতার শিকার হয়ছেে তাদরেকে রাষ্টীয়ভাবে নিবন্ধন ,স্বীকৃতি ,র্অথ অনুদান বিষয়ক পরার্মশ সভার আয়োজন করা হয় ।
নারীপক্ষের সহযোগিতায় যে নারীদের ভুলেছিল র্কমসুচির অংশ হিসেবে ১৯৭১ সালে মুক্তিযদ্ধ চলাকালীন সময়ে যে সমসস্ত নারীরা শাররিীক ভাবে ক্ষতগ্রিস্ত হয়েছে তাদের ও সে সমস্ত বীরাঙ্গনা নারীদের রাষ্টীয়ভাবে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যই নারীপক্ষ দেশব্যাপী এ কর্মসুচি চালিয়ে যাচ্ছে ।
গতকাল রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় থানাপাড়া সোয়ালোজের সম্মেলন কক্ষে সোয়ালোজের সহকারী পরচিালক ও নারী পক্ষের সাবেক সভাপতি মাহমুদা বেগম গিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিছেন নারীপক্ষের সমন্বয়কারী শিরিন হক ,নারীপক্ষের সদস্য ফেরদৌস আজমি, সদস্য খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার, সমাজসেবা কর্মকর্তা মোহাঃ মানিক,সরদহ ইউপ চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, নন্দনগাছি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান , চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় অবঃসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম বাদশা, চারঘাট উপজলো প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ,চারঘাট প্রসেক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু,চারঘাট মডেল থানার প্রতিনিধি উপ-পরিদর্শক সুজন আলী,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিএ/