রাজশাহীর চারঘাটে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে বড় ভাই খুুন হয়েছেন।
উপজেলার শলুয়া ইউনিয়নের জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়।
এ সময় ছোট ভাই আনারুল ইসলামের (৩৫) ধারালো হাসুয়ার আঘাতে বড় ভাই কামাল হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য এজাজুল হক বলেন, দুই ভাইয়ের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হতো। দুপুর থেকে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়া শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আনারুল ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই কামালের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম বলেন, পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর ছোট ভাই পালাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিএ/