চারঘাট প্রতিনিধি: চারঘাটে ছাত্রীকে উত্যক্ত করার দায়ে তারেক হোসেন নামের এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। তারেক বাঘা উপজেলার আলাইপুর গ্রামের জাম্বার আলীর ছেলে। সূত্রে জানা গেছে, উপজেলার সরদহ সরকারি কলেজে অর্নাস ১ম বর্ষের এক ছাত্রীকে বাঘা শাহদৌলা সরকারি কলেজের ১ম বর্ষের
ছাত্র তারেক কলেজে যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করতো। গতকাল শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় চারঘাট বাজারের কাছে তারেক ওই ছাত্রীকে উত্যক্ত করে। ভুক্তভোগী ছাত্রীটি পাশে থাকা মুক্তিযোদ্ধা নজের আলী ও গোপাল চন্দ্রকে ছেলেটির হাত থেকে তাকে রক্ষা করতে অনুরোধ করে। তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে জানালে ঘটনাস্থলে এসে তিনি অভিযুক্ত তারেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এস/আর