1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চারঘাটে চুরি হওয়া মোবাইল ও ট্যাবসহ ২জন আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

চারঘাটে চুরি হওয়া মোবাইল ও ট্যাবসহ ২জন আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

চারঘাট প্রতিনিধি: 
রাজশাহীর চারঘাটে চুরি হওয়া মোবাইল ও ট্যাবসহ ২ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ।গত ২০ অক্টোবর উপজেলার চারঘাট বাজারের চারঘাট হ্যালো টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে গুচ্ছগ্রাম নিজ বাড়ি থেকে চোরাই মোবাইল ও ট্যাবসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।আটককৃতরা হলেন চারঘাট ডাকবাংলা সংলগ্ন আদর্শ গুচ্ছগ্রামের শ্রী অর্জুন রায়ের ছেলে সঞ্জয় রায় (২৩) ও মৃত আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম ২৫)।থানা সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় চুরি সংঘটিত হয়ে আসছিল। এরা চারঘাট হ্যালো টেলিকম থেকে নগদ ৩৮ হাজার টাকাসহ ব্যবসায়ীক কাজে ব্যবহৃত মোবাইল ও ট্যাব চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মোবাইলের সূত্র ধরে চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলামের নেতৃত্বে এস আই তরিকুল ইসলাম ও এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সঞ্জয় ও রফিকুলকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৪টি মোবাইল, ২টি ট্যাব ও কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়।এ বিষয়ে চারঘাট হ্যালো টেলিকমের মালিক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।চারঘাট মডেল থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ বিষয়ে মামলা হয়েছে। শবিার সকালে আটককৃতদের বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team