রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ এমদাদুল হক (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত পাতান সরকারের ছেলে। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ধর্মহাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন
দল কোম্পানী কমান্ডার এএসপি মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার বিকেলে জেলার চারঘাট থানাধীন ধর্মহাটা গ্রামে অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এমদাদুল হককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।
এস/আর