নিজস্ব প্রতিবেদক : চারঘাটে ৪৭০ পিস ইয়াবাসহ আকাশ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী আরএমপির বেলপুকুর থানার জামিরা মুন্নাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে। গতকাল শনিবার বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কর্তৃক
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শনিবার বিকেলে চারঘাট থানাধীন বাদুড়িযা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আকাশকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।