1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাটমোহর উপজেলা কার্যালয়ের নিরাপত্তায় এখন আনসার সদস্য - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলা কার্যালয়ের নিরাপত্তায় এখন আনসার সদস্য

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপটেম্বর, ২০২০

পাবনা প্রতিনিধি: দেশের সব উপজেলার মতো পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। সহকারী প্লাটুন কমান্ডার রাশেদুলের নেতৃত্বে ৪ জন আনসার সদস্য এই কার্যালয়ে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার দেখা যায় আনসার সদস্যরা চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।
গত বৃহস্পতিবার রাত থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন বলে জানান তারা। সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট অস্ত্র-গুলির নিরাপত্তা পূর্বক যথানিয়মে সমন্বয় করছেন। পরিস্থিতি বিবেচনায় তাদের দায়িত্ব পালন স্থায়ী বা অস্থায়ী হবে কিনা তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা।
অতি সম্প্রতি সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনওর মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST