সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ভার্সন
ডিসেম্বর ৩, ২০১৭ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার ফজরের নামাজের পর মিলাদ মাহফিল ও দোয়া, সকালে গার্ড সালামীর মাধ্যমে পতাকা উত্তোলন, বিশেষ দরবার,দুপুরে প্রীতিভোজ এবং সন্দ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, পিএসসি (রিজিয়ন কমান্ডার রংপুর)। অনুষ্ঠানে উপ-মহাপরিচালক কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, এসপিপি, পিএসসি (সেক্টর কমান্ডার, রাজশাহী),লেঃ কর্ণেল মো. রাশেদ আলী (পরিচালক ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন), লেঃ কর্ণেল শামীম মাসুদ আল ইফতেখার,পিএসসি (পরিচালক ১ বিজিবি), লেঃ কর্ণেল এস এম আবুল এহসান,পিএসসি (পরিচালক ৯ বিজিবি), লেঃ কর্ণেল মোঃ খিজির খাঁন, ইঞ্জিনিয়ার্স(পরিচালক ১৪বিজিবি),লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন (পরিচালক ১৬ বিজিবি), লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব আলম,পিএসসি(অধিনায়ক র‌্যাব-৫)এবং বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম মুজাহিদুল ইসলাম,ওসি সদও মডেল থানা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রীতিভোজ শেষে ব্রিগডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, পিএসসি(রিজিয়ন কমান্ডার, রংপুর) অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সকল ক্ষেত্রে বিজিবিকে সহায়তা করায় ধন্যবাদসহ নবগঠিত ইউনিটের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া প্রার্থনা করেন। সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজিবির নিজস্ব শিল্পী ছাড়াও রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের আমন্ত্রিত শিল্পীগণ কর্তৃক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজিবি কর্মকর্তাগণসহ ৯ এবং ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের স্বপরিবারে বসবাসরত সদস্যগণের পরিবারবর্গও উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।