চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চুরির মুলহোতা ও অস্ত্র ব্যবসায়ী খালেক জোলা (৪২) কে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক খালেক জোলা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহিদ জানান,মঙ্গলবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খালেক জোলাকে আটক করা হয়। এর পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রানিহাটি বাজার এলাকার একটি বাড়ী হতে ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি ও একাধীক অস্ত্র মামলা চলমান রয়েছে।
/জেএন