চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে গেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯’অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শিবিরের সাবেক জেলা সভাপতি ও ১৫ মামলার আসামী আবদুল্লাহ রয়েছেন।
গ্রেফতারকৃতরা হল-পৌর এলাকার খালঘাট এলাকার মৃত.গুলজার আলীর ছেলে আইয়ুব আলী (৫৫),তার ছেলে মিলন (২৬),শিবতলা পন্ডিতপাড়া মহল্লার শাহজাহান আলীর ছেলে আব্দুল্লাহ (৪০) এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত মেসের আলীর ছেলে আলম (৪৮) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আনারুল (৪৫)।
সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, রাতে শহরের শিবতলা এলাকায় অভিযান চালিয়ে নাশকতাসহ ১৫ মামলার আসামী শিবিরের সাবেক জেলা সভাপতি ও জামায়াত নেতা আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে শহরের হুজরাপুর এলাকা থেকে ৬ মামলার আসামী জামায়াত নেতা আইয়ুব আলী ও ৭ মামলার আসামী শিবির কর্মী মিলনকে গ্রেফতার করা হয়। অপর দিকে বাগডাঙ্গা-বাগচর গ্রামে অভিযান চালিয়ে হত্যাসহ ৪ মামলার আসামী বিএনপি কর্মী আলম ও একটি মামলায় আনারুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।