চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা থেকে হ্যান্ডকাপসহ বাইরুল (৪০) নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছে।
পলাতক বাইরুল নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়াপাড়া গ্রামের একবরের ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে।
নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ওই আসামিকে ধরতে অভিযান শুরু করেছে।
জানা গেছে, নেজামপুরে একটি হত্যা ঘটনায় বৃহস্পতিবার রাতে এসআই লালন বাইরুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিন্তু আজ বিকেল সাড়ে ৫টার দিকে বাইরুল প্রস্রাব করার নাম করে হাজত থেকে বের হয়ে হ্যান্ডকাপসহ দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া বাইরুল হাফহাতা সার্ট ও লুঙ্গি পরিহিত ছিল বলে এসআই রেজাউল জানান।
খবর২৪ঘণ্টা,কম/জন