চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে জনগণের মুখোমুখি হলেন প্রার্থীরা। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে সুশাসনের জন্য নাগরিক-সুজন এই আয়োজন করেন। জনগণের মুখোমুখি হন প্রার্থীরা।
সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শাহজামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশগ্রহন করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ, বিএনপি’র হারুনুর রশিদ, স্বতন্ত্র-জামায়াতের নুরুল ইসলাম বুলবুল, বিএনএফের কামরুজ্জামান খান ও জাকের পাটির মোঃ বাবলু হোসেন। এসময় ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের অনুপস্থিত ছিলেন।
‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শ্রেনী-পেশা ও বয়সের ভোটার।
অনুষ্ঠানে বেশিরভাগ ভোটারই সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে প্রশ্ন করেন। তবে জনগণের মুখোমুখি উপস্থিত প্রার্থীরা সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নিজেদের সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে অঙ্গীকার করেন। এছাড়াও নির্বাচিত হলে আগামীতে তারা কি করতে চান সে বিষয়েও জনগণকে অবহিত করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকার।
খবর২৪ঘণ্টা, জেএন