চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হোসেন শাহনেওয়াজের বাড়ী হতে চুরি হওয়া স্বর্ণসহ চোর কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মূল চোরসহ তার আরো চার সহযোগিকে আটক করা হয়।চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের এসআই জাহিদ জানান,চুরি হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে প্রথমে মূল চোর পৌর এলাকার পিটিআই বালুবাগান এলাকার দুলালের ছেলে আরিফুল ইসলাম কে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মসজিদ পাড়ার নিজ বাড়ী হতে আবদুর ইসলামের ছেলে আলী হোসেন ও আসলামের ছেলে মো,সজিব,বাসুনিয়া পট্রির জিল্লুর রহমানের ছেলে স্বর্ণকারিগর মো,ইয়াসিন ও স্বর্ণ ব্যবসায়ী ফকির পাড়ার মুনসুর আলীর ছেলে আবু সাঈদ কে আটক করা হয়। তাদের স্কীকারোক্তির ভিত্তিতে স্বর্ণপট্রির কারখানা হতে এক ভরি দুই আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত,গত ২১ ডিসেম্বর ভোরে সাংবাদিক হোসেন শাহনেওয়াজের পশ্চিম পাঠান পাড়ার বাড়ী থেকে স্বর্ণসহ মোবাইল ফোন চুরি হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ