চাঁপাইনবাবগঞ্জে ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার বাবুডাইং এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলা মহল্লার মৃত দাউদ হোসেনের ছেলে আবদুর রহমান (৬০) ও একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মেসবাউল হক (৪৫)। স্থানীয়রা জানায়, বিকেলে মেসবাউল তার নিজ বাগানে
আম পাড়ছিলেন এবং আবদুর রহমান রান্না করছিলেন। এ সময় ঝড় ও বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। এদিকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন।
এস/আর