চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বোমাবাজিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকাল ৬ টার দিকে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী বাগডাঙ্গার নৈমুদ্দীনের ছেলে। তিনি বাবু মাষ্টার গ্রুপের সমর্থক। আহত একজনের নাম আরিফ। তিনি ওই এলাকার মোজাম্মেলের ছেলে। আহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সদর থানার ওসি মনজুর রহমান ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আলম ও বাবু মাষ্টার গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে সকালে আইয়ুব আলীসহ আরো কয়েকজন স্থানীয় মাদরাসা হাটে চায়ের স্টলে গেলে তাদের লক্ষ্য করে বোমা হামলা করে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলীকে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরো জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আলম ও বাবু মাস্টার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে এর আগেও একাধিক সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছিল।
খবর২৪ঘণ্টা.কম/রখ