1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে খামার থেকে গরু লুট, ৬ পুলিশ প্রত্যাহার - খবর ২৪ ঘণ্টা
বধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে খামার থেকে গরু লুট, ৬ পুলিশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরুর খামার থেকে ১৫টি গরু লুট করে নিয়েছে ডাকাতরা। গত শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুরে আশরাফুল ইসলামে গরুর খামার থেকে গরুগুলো নিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেও পুলিশ ঘটনাস্থলে আসতে অনেক দেরি করেছে বলে অভিযোগ করেছেন খামার মালিক আশরাফুল।
এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে, গোমস্তাপুর থানায় দায়িত্বে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্স এ সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন এসআই, দুইজন এ এসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, গরু উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এখন পর্যন্ত ৪ জনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
এদিকে গোমস্তাপুর থানায় দায়িত্বে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি দিলিপ কুমার।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST