চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার নবাব অটো রাইস মিল থেকে কাবিখা প্রকল্পের ৯০ মেট্রিক টন চাল জব্দ করেছে র্যাব। এ সময় কাবিখা প্রকল্পের দুই সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ১ টার দিকে তাদের আটক করা হয়। এর আগে রাত ৮ টার পর থেকেই ওই রাইস মিলে অবস্থান নেয় র্যাব।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, ওই চাল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা
ইউনিয়নের রানীহাটি কলেজের সামনে ব্রিকফিল্ড গুচ্ছগ্রামের উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু চালগুলো কাজে না লাগিয়ে বিক্রি করে দেয়া হয় নবাব অটো রাইস মিলের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার চালগুলো জব্দ করা হয়। চাল বিক্রির দায়ে আটক করা হয় ওই প্রকল্পে দুই সদস্য নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিথী রানী ও আমিনুল ইসলাম। তবে এর সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম ও খাদ্য পরিদর্শক গোলাম রাব্বানীর সম্পৃক্তরা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় বিথী রানী ও আমিনুল ইসলামসহ রাইস মিলের মালিক আকবর হোসেনকেও আসামী করা হবে। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় মিল মালিক আকবর হোসেন।