চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে সাড়ে ৯কেজি গানপাউডার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১২ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ৫৩বিজিবি’র রঘুনাথপুর বিওপি’র নায়েব সুবেদার ফয়জুল হকের নেতৃত্বে বিজিবির টহল দল অভিযান চালায়।
এসময় সীমান্ত পিলার ১০/২ এস পিলার হতে বাংলাদেশের কুকড়ীপাড়া এলাকার দিকে একজন অজ্ঞাত ব্যক্তি একটি ব্যাগ বহন করে ভারত হতে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবির উপস্থিতি টের পেয়ে সে তার হাতে থাকা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ফেলে দেওয়া ব্যাগ তল্লাশী করে সাড়ে ৯ কেজি গানপাউডার উদ্ধার করা হয়।
এরমধ্যে ৪ কেজি ৭০০ গ্রাম ছিল সাদা গান পাউডার, ২ কেজি ৪০০ গ্রাম হলুদ গান পাউডার এবং ২ কেজি ৪০০ গ্রাম কালো গান পাউডার ছিল। উদ্ধারকৃত গানপাউডারগুলো শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে জানিয়েছেন ৫৩বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সারোয়ার।খবর ২৪ঘণ্টা/ নই