গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরো ২ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে বিষয়টি নিশ্চিত করেছে। গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়। আক্রান্ত ২ জন স্বাস্থ্যকর্মীকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হল। এদিকে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯ জনে দাঁড়ালেও ইতিমধ্যে ৫ জনকে করোনামুক্ত ঘোষনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ প্রসঙ্গে মন্তব্য জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সারওয়ার জাহানকে মুঠোফোনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। খবর২৪ঘন্টা /এবি