চট্টগ্রামের সন্দ্বীপে মাদক কারবারির অভিযোগ উঠা ছাত্রলীগ নেতা মারুফ হাসান ফয়সালকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাদি মোহাম্মদ আকাশের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. ফয়সালকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয় নিশ্চিত করে উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে এমন একটি সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে। সেই মোতাবেক ফয়সাল এখন আর ছাত্রলীগের সদস্য নয়।
এর আগে হত সোমবার (১ এপ্রিল) ২৩ বোতল বিদেশি মদসহ আবু তাহের নামে এক যুবককে গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতার আসামির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার মাদক উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান ফয়সালের বলে জানা যায়। ঈদ উপলক্ষে বিক্রির জন্য এসব মদ মজুদ করছিলেন তিনি। এ ঘটনায় তাহের ও ফয়সালের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মাদক মামলার আসামি বহিষ্কৃত ফয়সাল এখনও পলাতক রয়েছে।
বিএ..