1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চট্টগ্রামে ৪,০০০ ইয়াবাসহ ৪ জন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে ৪,০০০ ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুলা, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক:চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার গাড়িতে ও বাঁশখালীর পুঁইছড়ি এলাকায়  তল্লাশি চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ। গ্রেফতারকৃত সেই চারজন হলেন মো. রুবেল (২৩) ও  মো. সোহেল (২২), আনোয়ার ইসলাম (২১) ও আবদুর রহিম (৪৩)।

শনিবার দিবাগত রাতে ফিরিঙ্গিবাজার এলাকায় চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ও পুঁইছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে পৃথকভাবে মোট ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার মোড়ে চট্টগ্রামমুখী একটি সৌদিয়া পরিবহনের বাসে (চট্টমেট্রো-ব-১১-১১২২) তল্লাশি চালিয়ে মোট ২ হাজার পিস ইয়াবাসহ রুবেল ও সোহেল নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন হীরা জানান, বাঁশখালী-পেকুয়া সড়কে পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার ও আবদুর রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST