খবর ২৪ ঘণ্টা ডেস্ক: চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ পুলিশের এক এসআইকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছিদ্দিকুর রহমান নগর পুলিশের বন্দর জোনে কর্মরত ছিলেন।
র্যাব ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের যৌথ অভিযানের সময় শুক্রবার রাতে নগরের ডবলমুরিং থানার সিজিএস কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ জানান, গ্রেফতার এসআই ছিদ্দিকুরের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া নগদ ৮০ হাজার টাকা পাওয়া যায়। তার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা তা বের করতে তদন্ত অব্যাহত আছে।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) হামিদুল আলম বলেন, ছিদ্দিকুর শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখানে থেকে ১৫ দিন আগে তাকে সরিয়ে আনা হয়। এরপর তাকে বন্দর ট্রাফিক বিভাগে বদলি করা হয়। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন