ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বিজয় র‌্যালি থেকে শিবিরের ২০ নেতাকর্মী আটক

admin
ডিসেম্বর ১৬, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে বিজয় দিবসের র‌্যালি থেকে ছাত্রশিবিরের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর কতোয়ালী থানার লালদীঘি এলাকায় বিজয় দিবসের র‌্যালি বের করলে সেখান থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কতোয়ালী থানার ওসি (তদন্ত) জানান, বিজয় দিবসের সকালে নাশকতার চেষ্টা চালায় জামায়াত-শিবির এসময় ২০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে নগর উত্তর ছাত্রশিবিরের নেতা নুরুল আমিন জানান, আজ শনিবার সকালে বিজয় দিবসের র‌্যালী বের করলে কোনো কারণ ছাড়াই পুলিশ হামলা চালায়। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় এবং পুলিশ কয়েকজনকে আটক করে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।