খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দক্ষিণ ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার ঊর্মি (৭) এবং পূর্ব মাদারবাড়ি সেবক কলোনীর বাসিন্দা মোহন মেথর ওরফে মিছা (৪০)।
বৃহস্পতিবার নগরীর পূর্ব মাদারবাড়ি এবং হাটহাজারি থানার বড় দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরদঘাট থানার এসআই আবু মুছা বলেন, ‘দুপুরে পূর্ব মাদার বাড়ি সেবক কলোনীর বাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় আইস ফ্যাক্টরি রোডের দিকে আসা মাল বোঝায় একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে।’
এদিকে, হাটহাজারি থানার এসআই মো. জলিল বলেন, দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরার পথে অক্সিজেনের দিকে আসা একটি ট্রাকের চাকা খুলে গিয়ে রাস্তার পাশে মেয়েটিকে চাপা দেয়। গুরুতর আহত ঊর্মিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
খবর২৪ঘণ্টা.কম/নজ