ঢাকাবুধবার , ৬ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে এক ছাত্রলীগ নেতা আহত

admin
ডিসেম্বর ৬, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা.কম,ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে এনামুল হক মানিক (২৭) নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

বুধবার ভোররাত ৪টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ মানিক বাকলিয়া থানার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।