ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছুরিকাঘাত করে হত্যা, প্রতিবাদে মার্কেট বন্ধ

admin
ডিসেম্বর ১৩, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজারে এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীর মো. ইলিয়াছ চৌধুরী (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। ৪ দিন আগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হয়।

এদিকে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে স্টিল মিল বাজারে অবস্থিত আলী প্লাজা মার্কেট বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। এ মার্কেটে নিহত ব্যবসায়ী ইলিয়াছ চৌধুরীর “নীলপরী ফ্যাশন” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী মো. ফজুল আজিম জানান, গ্রামের জায়গা জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আসামিরা চিহ্নিত হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।