খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চট্টগ্রাম নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মালেককে (৩৮) গুলি করে পালিয়েছে সন্ত্রাসীরা। তার হাঁটুর দুই ইঞ্চি ওপরে এক রাউন্ড গুলি লেগেছে। পুলিশের ধারণা, এটি পিস্তলের গুলি।
বিশেষ অভিযানের অংশ হিসেবে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশের ওপর এ হামলা হয়। আহত এএসআই মালেককে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, দুই নম্বর গেট মোড় ও ষোলশহর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এএসআই আবদুল মালেকের হাঁটুর ওপর গুলি লাগে। আহত এএসআই আবদুল মালেককে চমেক হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা।চিকিৎসক সোহেল সরওয়ারজহিরুল জানান, আহত এএসআই আবদুল মালেকের পায়ের এক্স-রে করা হয়েছে। তাকে চমেকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ