নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ভারি বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ফণী যেকোনো সময় রাজশাহীতে আঘাত হানতে পারে। ঝড়ের হাত থেকে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতে খায়ের আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীতে
ভারি বর্ষণ শুরু হয়েছে। এ সময় নিজে সতর্ক থাকুন ও অন্যকে সহযোগিতা করুন। যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে জেলা পুলিশের সহযোগিতা নিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ সুপার: ০১৭১৩৩৭৩৭৯২, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ০১৭১৩৩৭৩৭৯৩, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ০১৭১৩৩৭৩৭৯৪ ও অরিক্তি পুলিশ সুপার (সদর) ০১৭১৩৩৭৩৭৯৬।
আর/এস