নিজস্ব প্রতিবেদক :
শক্তিশালী ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় গতকাল শুক্রবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত একটানা বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও শনিবার রাত থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। সেই সাথে দমকা হাওয়াও রয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বৃষ্টিতে পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। জমিতে কেটে রাখা ধান ও পাকা ধানের ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী পাশের দেশ ভারতে আঘাত হানে। সেখানে প্রায় ১০ জনের মতো মানুষ মারা যায়। আর সারাদেশে বজ্রপাতে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছে। ফণীর প্রভাবে ঝড় না হলেও
শুক্রবার দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়। রাত থেকে শনিবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত বৃষ্টি নামতে থাকে বিরতিহীনভাবে।
এদিকে, বৃষ্টির কারণে রাজশাহীর ৮টি উপজেলার পাকা বোরো ধানের ক্ষতি হয়েছে। অনেক কৃষক মাঠে পাকা ধান কেটে রেখেছে ও যে ধান পেকে রয়েছে সেগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল শুক্রবার থেকে শনিবার সকাল সাড়ে ১০ পর্যন্ত ৬৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা
হয়েছে। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ১০০ শতাংশ। ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে যেকোনো সাহায্যের প্রয়োজনে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আরএমপির পক্ষ থেকে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তারা ক্ষতিগ্রস্থ মানুষকে সাহায্য দিতে প্রস্তুত রয়েছে। আর জেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল। রাজশাহী ছাড়াও পাশের নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
আর/এস