খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে ঘুষের প্রস্তাব দেওয়ায় অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বদলি করা হয়।
বদলির আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মঈনুল হককে যুগ্ম কমিশনার (লজিস্টিকস) হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া, যুগ্ম কমিশনার পদমর্যাদার আরও এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এর আগে গত ৩০ মে ইমাম হোসেনকে বদলির সুপারিশ জানিয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
চিঠিতে উল্লেখ করা হয়, যুগ্ম কমিশনার একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ইমাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সময় কেনাকাটায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ডিএমপি কমিশনারকে ঘুষের প্রস্তাব দিয়েছেন। যে কারণে তাকে দ্রুত বদলি করা উচিত।
ইমাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে বলা হয়।
খবর২৪ঘন্টা/নই