ঢাকারবিবার , ২৬ নভেম্বর ২০১৭
আজকের সর্বশেষ সবখবর

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় কেবলই চরিত্রের প্রয়োজনে : পাওলি

admin
নভেম্বর ২৬, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘন্টা, বিনোদন,ডেস্ক: অভিনয়ে বরাবরই দক্ষতার ছাপ রেখেছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। তবে ছত্রাক ও ‘হেট স্টোরি’ ছবি দুটির কারণে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেই নায়িকার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গই সামনে চলে আসে।
আর এটা নিয়ে বিরক্তও তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’র কনক্লেভে উঠে আসে পাওলি দামের শয্যা দৃশ্যে অভিনয়ের প্রসঙ্গ। অভিনেত্রী জানান, ছত্রাক, হেট স্টোরি করার পর বারবার তাঁর কাছে ওই ধরনের বোল্ড দৃশ্যে অভিনয়েরই প্রস্তাব এসেছে। এমনকী ‘জুলি-২’তেও অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে।

এসব প্রস্তাব ফিরিয়ে দেন পাওলি। নায়িকার দাবি, তিনি একই ধরনের চরিত্র করবেন না। কারণ হিসেবে তিনি বলেন সব ধরনের চরিত্রতেই অভিনয় করতে চান তিনি।

পাওলি আরও জানান, হেট স্টোরির পর তাঁকে নানান ধরনের বিরক্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। নানা সময়ে জিজ্ঞেস করা হয়েছে কীভাবে শয্যা দৃশ্যের শ্যুট করা হয়? তাতে কোনো রিটেক করতে হয় কিনা? পাওলির কথায় এইসব প্রশ্ন ভীষণ বিরক্তিকর।
তাঁর কথায়, অভিনেতা হিসেবে চরিত্রের প্রয়োজনেই এ ধরনের অভিনয় করতে হয় তাঁদের। কেন এই অবান্তর প্রশ্ন করা হয় তিনি বুঝে উঠতে পারেন না।

খবর২৪ঘণ্টা.কম/রখ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।