গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রমজীবী সমিতির সভাপতি রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ১ ঘন্টা স্থায়ী এ মানববন্ধনের আয়োজন করে রহনপুর শ্রমজীবী সমবায় সমিতি।এতে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হাসান মুক্তা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার
আহমেদ সাগর, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি , জনি হাসান, উপজেলা শ্রমিকলীগ নেতা ময়েন উদ্দিন ও জুবায়ের আহমেদ, ওই সমিতির সাধারণ সম্পাদক চয়ন ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাজন হত্যাকারী আশিকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লে¬খ্য, গত শুক্রবার দুপুরে রহনপুর রেলস্টেশন নিমতলায় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশিক ওই সমিতির সভাপতি রাজনকে কুপিয়ে হত্যা করে।
খবর ২৪ ঘণ্টা/আরএস