চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় র্যাবের চার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে ১টি পিস্তল,ম্যাগজিন ১টি,চার রাউন্ড গুলি,একটি বুলেট,তিন টি হাসুয়া,১টি চাইনিজ কুড়াল, ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ৫ এর স্কোয়াড্রন লিডার আবু সাঈদ আবদুল্লাহ আল মুরাদ ক্ষুদে বার্তায় জানান, রোববার দিবাগত রাত সোয়া ১২ টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলার গুইচ্চ্যাগাড়া-আড়গাড়া সড়কে ডাকাতদের সঙ্গে র্যাবের বন্ধুকযুদ্ধ হয়। এসময় দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় এবং আরও তিন চার জন পালিয়ে যায়। র্যাব সদস্যরা আহত ডাকাতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত চার র্যাব সদস্যকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ