গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইফুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান।
বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দীন আহমেদ, ডাঃ আঃ হামিদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার মোঃ শামসুজ্জামান প্রমুখ। সভায় জানানো হয় উপজেলায় এবার ১৯৩ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৭২৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৮৯৪১ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। সভায় “এ” ক্যাম্পেইন সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।