গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্ত্বর থেকে শুরু হওয়া র্যালিটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনার মাধ্যমে শেষ হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলী, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শেখ মোঃ আদম, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল, সাদরুল ইসলাম প্রমুখ
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।