গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে রহনপুর পৌর এলাকার কলোনী মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার উজিরপুর চামা পাড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে দুলাল (৩৫) ও একই গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে এসলামের ছেলে আমির (৫৮)।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল রহনপুর পৌরসভার কলোনী মোড় থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই