গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। এ সময় গোমস্তাপুর উপজেলায়
কর্মরত গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা সভা ও প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনসম্মুখে তুলে ধরা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর