গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর, স্টেশন বাজার, কলেজ মোড়, বড়বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দুই হাজার লিফলেট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রহনপুর সচেতন যুব সমাজের সহযোগিতায় এ লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার ওয়ালিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, রহনপুর সচেতন যুব সমাজের সভাপতি সারওয়ার জাহান সুমন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সুমন, সদস্য হান্নান, রাসেল, নিরব,মিলন প্রমুখ।