গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার ২০১৮ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়। এ উন্নয়ন মেলাকে ঘিরে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে উন্নয়ন কার্যক্রম শো-কেসিং, র্যালি, আলোচনা সভা, প্রাথমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বর
থেকে বের হওয়া র্যালিটি রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শহীদ স্মৃতি স্তম্ভে এক আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুননেসা বাবলি, সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। এ উন্নয়ন মেলায় বিভিন্ন দফতরের ৪০ টি স্টল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা /এমকে