গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক উপাধ্যক্ষ ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান,ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ডা.আশরাফুল হক চুনু,ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড আব্দুস সামাদ, চাঁপাই এগ্রো প্রোডাক্ট মার্কেটিং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোহাম্মদ(ফিটু মিঞা),বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান
জিয়াউর রহমান আকবর,সাবেক চেয়ারম্যান জিল্ললু রহমান লালু,বীরাঙ্গনা শাবনুর বেগম ও তেনু মিঞা প্রমুখ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের অবঃ ডেপুটি চীফ কমার্শিয়াল ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম। উলে¬খ্য যে ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালিন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ১২ টি গ্রামে একযোগে নির্মম হত্যা কান্ড চালায় হানাদার পাকবাহিনী। এতে প্রায় ৩শতাধিক নর-নারী হত্যাকান্ডের শিকার হয়। স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর আনুষ্ঠানিকভাবে ১ম বারের মত দিবসটি উদ্যাপন করা হল।
খবর ২৪ ঘণ্টা/এমকে