রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা উপ নির্বাচনে মেয়র পদে রবিউল আলমের প্রার্থীতা বাতিল হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সাইফুল ইসলামের কার্যালয়ে যাছাই বাছাই করা হয়।
মামলার তথ্য গোপন করায় জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা রবিউল আলমের প্রার্থীতা বাতিল করা হয়। চারজন মেয়র প্রার্থী প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ মেয়র প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত অয়েজউদ্দীন বিশ্বাস, সাবেক মেয়র জামায়াত নেতা আমিনুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি গোলাম কিবরিয়া রুলু ও প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদাউস।
প্রার্থী বাতিল প্রসঙ্গে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, মনোনয়ন পত্রে তথ্য গোপন করে বিশেষ আইন ক্ষমতায় মামলা উল্লেখ্য করেনি। তবে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপীল করবেন বলে রবিউল আলম জানান।
এস/আর