নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীর পদ্মা নদীতে কলার ভেলায় ভেসে আসা এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ কুঠিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে ইয়াহ হিয়া মিয়া কূপের কাছে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুঠিপাড়া গ্রামের পদ্মানদীর তীরবর্তি মানুষ কলার ভেলায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর মুখ বিকৃত হয়ে পচার উপক্রম হয়েছে। ধারণা করা হচ্ছে ৫-৬ দিন তিনি পূর্বে ওই নারীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম বলেন, অজ্ঞাত নারীর পরিচয় বিকেল ৪ টা পর্যন্ত পাওয়া যায়নি। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এমকে