রাজশাহীর গোদাগাড়ীতে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারনপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও মৃত আলাউদ্দিনের ছেলে মোস্তফা হোসেন(২৭)। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক কামারুজ্জামানের নেতৃত্বে গোদাগাড়ী মডেল থানাধীন পৌরসভার অন্তর্গত সুলতানগঞ্জ বাজার সংলগ্ন জাহানাবাদ এলাকা হতে ছোট-বড় সাদা পলিথিন প্যাকেটে পাঁচশত গ্রাম মাদকদ্রব্য হেরোইন ( মূল্য অনুঃ ৫০ লক্ষ টাকা) উদ্ধার পূর্বক দুই আসামীকে আটক করে।
এস.আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।