গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অর্মড পুলিশ ব্যাটেলিয়ার (এপিবিএন) অপসঃ এ্যান্ড ইন্টিলিজেন্স বগুড়ার সদস্যরা অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবাসহ মোঃ ফারুক হোসেন (৪০) নামের একজন কে আটক করেছে।
রোববার সকাল পৌনে ৭ টার দিকে গোদাগাড়ী উপজেলার অলকাতলা স্কুল মোড় এপিবিএন সদস্যরা এসআই আতাউর রহামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করছিলো। এই সময় চাঁপাই হতে সাইকেল চালিয়ে গোদাগাড়ী সদরের দিকে আসছিলো মোঃ ফারুক হোসেন । এই সময় তাকে থামিয়ে দেহ তল্লাসী করে লুঙ্গির কোমরে থানা পলেথিনে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে হাতে নাতে তাকে আটক করা হয়। আকটকৃত ফারুক হোসেন চাঁপাইনববাগঞ্জ জেলার চর বাঘডাঙ্গা এলাকার শাহ মোহাম্মদ এর টোলা ঝাইড়াপাড়া এলাকার মে একরামুলের ছেলে।
আকটকৃত ফারুকের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেন এপিবিএন এর এএসআই মোঃ শিহাব উদ্দীন।
খবর২৪ঘণ্টা.কম/রখ