নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ জিয়াউর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত সিরাজের ছেলে। বুধবার দুপুরে মহিশালবাড়ি রেলবাজার এলাকা থেকে থাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া
ক্যাম্পের একটি অপারেশন দল বুধবার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ি গ্রামস্থ রেলবাজার রোড সংলগ্ন জিয়াউর রহমানের নিউ স্টাইল কালার ডিজিটাল ষ্টুডিও দোকানে অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম হেরোইনসহ আটক করা হয় এবং ৫২৯০০ ও ২১ টি জাতীয় পরিচয়পত্রসহ উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আর/এস