1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

গোদাগাড়ী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গোদাগাড়ীতে ১০ জানুয়ারী বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস  পালিত হয়েছে।

এই উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামানের সভাপতিত্বে বিকেল ৩ টায় শহিদ ফিরোজ চত্ত্বরে  বিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ কে ঘিরে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন দুপুরের পর হতেই আপন আপন সংগঠনের  বিরাট মিছিল নিয়ে ফিরোজ চত্ত্বরে উপস্থিত হয়। নেতাকর্মিরা  বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে সমাবেশে প্রবেশ করতে থাকে।

বিকেল ৪ টা হতে না হতেই শহিদ ফিরোজ চত্ত্বর সহ আমনুরা রোডে জন সমাগমে রাস্তা কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ প্রায় ৭- ৮ হাজার লোকের বিপুল সমাবেশ ঘটে । যা আগামী নির্বাচনে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করবে বলে সবার ধারনা। বিশেষ করে মহিলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উপস্থিতি ছিলো লক্ষ্যনিয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এজাজুল হক মানু, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম।

সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থান কারাগার হতে বের হয়ে বাংলার মানুষের কাছে এসে ভালবাসায় সিক্ত হন। সেদিন বিমান বন্দরে নেমেছিলো জনতার ঢল। তিনি মুক্তিযুদ্ধ চলাকলিন সময়ে পাক বহিনীরা তাকে বন্দি রেখে ছিলো আর এদেশের বীর সন্তানরা হানাদার বহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ কে স্বাধীন করেছেন।

বক্তারা আরও বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নির্দেশে  আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে মানুষের যে ঢল নেমেছে তাতেই বোঝা যাই  গোদাগাড়ী তানোরের উন্নয়নের ধারা অব্যহত রাখতে   ওমর ফারুক চৌধুরীর   কোন বিকল্প নেই।  সমাবেশে আগতরা মুহুর্মুহু স্লোগান দিয়ে আগামী নির্বাচনেও  ওরম ফারুক চৌধুরীকে এই আসনে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই।

যারা আওয়ামীলীগের গোদাগাড়ীর সুসংগঠিত মাঠকে বিভ্রান্তির কালো ছায়ায় আচ্ছদিত করতে চাই তাদের  গোদাগাড়ীতে ঠাঁই নেই বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন । উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান বলেন, যারা নিজেদের সেভেন স্টার বলে দাবি করছে তাদের ওয়ার্ডে ভোট করে জয়ী হাবার যোগ্যতটুকুও নেই। তাদের  সেভেন স্টার তো দূরের কথা সেভেন সিস্টারও বলা যাবে না। বক্তারা আবারও ফারুক চৌধুরীর বিকল্প নেই বলে পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সুফিয়া খাতুন মিলি, সাধারণ সম্পাদক কৃষ্ণাদেবী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ বাবু, সাধারণ সম্পাদক আরব আলী, পৌর ছাত্রলীগ সভাপতি হামিদ রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতৃবৃন্দ।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST