গোদাগাড়ী প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক প্রধান অথিতি থেকে ক্রেসট তুলে দেন প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অধিকারি বিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ের প্রথম স্থান অধিকারি রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ের প্রেমতলী ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের মাঝে।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ সানওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টুসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও সুধিজন।
খবর২৪ঘণ্টা.কম/নজ