গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গোদাগাড়ী পৌর শহরের শহিদ ফিরোজ চত্ত্বর প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর জাতির জনকের প্রতি শ্রদ্ধাজানিয়ে পুুষ্মমাল্য অর্পণ করা হয়।
পরে শিশু শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, জাতির জনকের জীবনির উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক।
আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর যুবলীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ প্রসনের কর্মকর্তা ও স্থানীয় সুধিজন। পরে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/রখ